কি চাস
- রহমতুল্লাহ লিখন ০৫-০৫-২০২৪

খামচি দিয়ে রক্ত কি চাস?
ওই রক্তেই শরীর রাঙাস?
সবাই মরুক বাঁচতে কি চাস?
বেঁচেই কি পাস, ক্ষয়ের সুবাস?
অভিনয়ে জিততে কি চাস?
জিতেই কেবল স্বস্তি কি পাস?
কাঁদিয়ে কেবল হাসতে কি চাস?
হাসতে হাসতেই তুই কি হতাশ?
নতুন নিয়ে ঘর কি সাজাস?
ওই ঘরেই তো পুরনোর বাস?
দূরে ঠেলেই কি কাছে পেতে চাস?
কাছে নিয়েই,করবি কি লাশ?
তোর ছলনেই প্রকৃতি জগত
একদিন তরে করবে রে গ্রাস।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।